রাজ্যের চিকিৎসাক্ষেত্রে নতুন মাইলফলক — এনআরএস হাসপাতালে সফল ‘হোল লাং ল্যাভেজ’ অস্ত্রোপচার
কলকাতা:
পশ্চিমবঙ্গের চিকিৎসাক্ষেত্রে যোগ হলো এক নতুন অধ্যায়। ফুসফুসের বিরল রোগের চিকিৎসায় দৃষ্টান্ত স্থাপন করল এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির মধ্যে প্রথমবার সফলভাবে সম্পন্ন হলো ‘হোল লাং ল্যাভেজ’ (Whole Lung Lavage) নামের জটিল অস্ত্রোপচার।
৩৩ বছর বয়সি এক রোগীর শরীরে ধরা পড়েছিল বিরল ফুসফুসজনিত রোগ পালমোনারি অ্যালভিওলার প্রোটিনোসিস (Pulmonary Alveolar Proteinosis - PAP)। এই রোগে ফুসফুসের অ্যালভিওলাই বা বায়ুথলিতে অস্বাভাবিকভাবে প্রোটিনজাত পদার্থ জমতে থাকে, যার ফলে শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং শ্বাসপ্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দেয়।
চিকিৎসকরা জানান, রোগীর জীবন রক্ষা করতে হলে অবিলম্বে ফুসফুস পরিষ্কার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয় এই জটিল প্রক্রিয়াটি করার।
অস্ত্রোপচারের সময় রোগীকে সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় রেখে তাঁর ডান ফুসফুস থেকে জমে থাকা প্রোটিনজাত পদার্থ বের করে আনা হয়। প্রায় ১৫ লিটার উষ্ণ স্যালাইন ব্যবহার করে দক্ষ হাতে সম্পন্ন হয় ফুসফুস পরিষ্কার করার এই সূক্ষ্ম প্রক্রিয়া।
চিকিৎসা দলের সদস্যরা জানান, এই অপারেশনে আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়েই সাফল্য এসেছে। অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে স্থিতিশীল আছেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাজ্যের সরকারি হাসপাতালে এই ধরনের বিরল ও জটিল চিকিৎসার সাফল্য নিঃসন্দেহে চিকিৎসা ব্যবস্থাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাধারণ মানুষের কাছে এটি এক নতুন আশার আলো, যা প্রমাণ করে যে সরকারি স্বাস্থ্য পরিষেবার দক্ষতা ও পরিকাঠামো আজ দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে সমানতালে এগোচ্ছে।