🔹 কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে
প্রায় ২৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, হলুদ শালোয়ার-কামিজ পরিহিতা এক মহিলা ও ঘিয়ে রঙের পাঞ্জাবি-পাজামা পরা এক পুরুষ চায়ের দোকানের সামনে প্রবল ঝগড়ায় লিপ্ত। শুরুতে গালিগালাজ, তার পর হাতাহাতি। এক পর্যায়ে পুরুষটি মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেন ফুটপাথে এবং চড় মারেন। উত্তেজিত মহিলা পাল্টা হাতে থাকা ইট তুলে নেন এবং ছুঁড়ে মারেন। সৌভাগ্যবশত, ইটটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং পুরুষটি আঘাত এড়িয়ে যান।
এর পর দু’জনের মধ্যে ফের ধাক্কাধাক্কি, টানাহেঁচড়া শুরু হয়। স্থানীয় কয়েকজন পথচারী ও দোকানদার এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু দুই পক্ষই থামতে রাজি হননি।
🔹 পরিচয় ও কারণ এখনও অজানা
ভিডিওতে স্থানীয়দের মুখে শোনা যায়, পুরুষটিকে ‘চৌবে’ নামে ডাকা হচ্ছে। তবে তাঁদের সম্পর্ক বা ঝগড়ার কারণ এখনও পরিষ্কার নয়। স্থানীয় প্রশাসন বা পুলিশের তরফে এখন পর্যন্ত কোনও সরকারি মন্তব্য মেলেনি।
🔹 ভাইরাল ভিডিওর প্রতিক্রিয়া
ভিডিওটি প্রথম পোস্ট করা হয় এক্স (Twitter) প্ল্যাটফর্মে ‘ঘর কা কলেশ’ (@GharKaKalash) নামের হ্যান্ডল থেকে। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিও—হাজার হাজার মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং লাইক-কমেন্টে ভরে গেছে পোস্টের কমেন্ট সেকশন।
নেটাগরিকদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ কেউ হাস্যরসের ভঙ্গিতে লিখেছেন, “বাস্তবের WWE! চৌবেজি মনে হয় মার্শাল আর্টের ফ্যান।” আবার অনেকে তীব্র সমালোচনা করে বলেছেন, “লজ্জাজনক আচরণ, দু’জনকেই পুলিশে দেওয়া উচিত।”
🔹 পুলিশের ভূমিকা?
ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার খোঁজ শুরু করেছে বলে সূত্রের খবর। তদন্তে জানা যেতে পারে ঠিক কী নিয়ে এমন সংঘর্ষ ঘটেছিল।
👉 Disclaimer: এই প্রতিবেদনের ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি। সংবাদটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।