Type Here to Get Search Results !

Subscribe Us

টার্গেটের চাপে মর্মান্তিক পরিণতি! গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন তরুণী, ভাইফোঁটার দুপুরে মিলল দেহ।


চন্দননগর, হুগলি: 
টার্গেট পূরণের চাপে এক তরুণীর করুণ পরিণতি। চাকরির মানসিক চাপে ভেঙে পড়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তিনি। দু’দিনের তল্লাশির পর অবশেষে বৃহস্পতিবার, ভাইফোঁটার দুপুরে, শ্রীরামপুরের গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

মৃত তরুণীর নাম মনামী ঘোষ (২৫)। তিনি চন্দননগরের বউবাজার শীতলাতলা এলাকার বাসিন্দা ছিলেন। গত তিন বছর ধরে চন্দননগরের বাগবাজারে জিটি রোড সংলগ্ন একটি সোনার দোকানে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।

💔 শেষ চিঠিতে কর্মস্থলের চাপের অভিযোগ

পরিবারের অভিযোগ, মনামী মৃত্যুর আগে একটি চিঠি লিখে গিয়েছিলেন। সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেন, কর্মস্থলে অমানবিক মানসিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে তিনি এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন।
চিঠি হাতে পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং সেই দোকানের মালিকের স্ত্রী মমতা দাসকে আটক করেছে চন্দননগর থানার পুলিশ।

📅 ঘটনার বিবরণ

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো কাজে যান মনামী। অভিযোগ, সেদিন তাঁকে দিয়ে একটি “চাকরি ছাড়ার বয়ান” লিখিয়ে নেয় দোকান কর্তৃপক্ষ। সেই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বিকেলের পর থেকে মনামীকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, তিনি গঙ্গার দিকে গিয়েছিলেন। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ডুবুরি ও স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু করে।

⚰️ ভাইফোঁটার দুপুরে উদ্ধার দেহ

দু’দিন পর বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর ঘাটে ভেসে ওঠে এক তরুণীর দেহ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে মনামী ঘোষ হিসেবে দেহটি শনাক্ত করেন। দেহটি ময়নাতদন্তের জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

👩‍❤️‍👨 ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায়

মনামী ঘোষের বিয়ে হওয়ার কথা ছিল আগামী ২ ফেব্রুয়ারি। চন্দননগরেরই বাসিন্দা সত্যজিৎ রায়ের সঙ্গে কয়েক মাস আগে রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হয় তাঁদের। পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।

🚔 তদন্তে পুলিশ

ঘটনা নিয়ে ইতিমধ্যেই চন্দননগর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কর্মস্থলের মানসিক চাপে আত্মহত্যা করেছেন মনামী। তবে ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে দোকান মালিক ও সহকর্মীদের।

🕯️ সমাজে প্রশ্ন

এক তরুণীর মৃত্যু ফের প্রশ্ন তুলেছে — “চাকরির টার্গেট পূরণের চাপ কি এতটাই নির্মম হতে পারে?”
একটি পরিবার ভেঙে গেল, থমকে গেল এক নতুন জীবনের স্বপ্ন।



👉 সংক্ষেপে:

মৃতা: মনামী ঘোষ (২৫), চন্দননগর বউবাজারের বাসিন্দা

পেশা: সোনার দোকানে সেলস এক্সিকিউটিভ

অভিযোগ: কর্মস্থলের চাপ ও অপমান

উদ্ধার দেহ: শ্রীরামপুর গঙ্গার ঘাটে

আটক: দোকান মালিকের স্ত্রী মমতা দাস

আসন্ন বিবাহ: ২ ফেব্রুয়ারি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad