Type Here to Get Search Results !

Subscribe Us

ট্রাফিক নিয়ম মানুন: সুরক্ষা ও আইন মেনে চলার গুরুত্ব।

1️⃣ বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন
ড্রাইভিং লাইসেন্স (DL): বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা বা মামলা হতে পারে।
গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC): গাড়ি আপনার নামে বৈধভাবে নিবন্ধিত কিনা তার প্রমাণ।
বীমা (Insurance): তৃতীয় পক্ষ বীমা বাধ্যতামূলক। দুর্ঘটনা হলে ক্ষতিপূরণে সাহায্য করে।
পলিউশন সার্টিফিকেট (PUC): গাড়ি থেকে নির্গত ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর নয় তা প্রমাণ করে।

2️⃣ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করুন
হেলমেট: দুই চাকার যানবাহনে চালক ও সওয়ার দুইজনেরই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক।
সিটবেল্ট: চার চাকার গাড়িতে সামনের সিটে বসা সকলকে সিটবেল্ট বাঁধতে হবে।

3️⃣ চালানোর সময় নিয়ম মানুন
লাল সিগনালে থামুন।
হঠাৎ ওভারটেক করবেন না।
মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।

4️⃣ জরিমানা ও শাস্তি
ভারতীয় মোটরযান আইন (Motor Vehicles Act, 2019) অনুযায়ী—
লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ₹5,000।
হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা ₹1,000 ও লাইসেন্স সাসপেন্ড হতে পারে।
সিটবেল্ট না বাঁধলে জরিমানা ₹1,000।
মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ₹10,000 এবং জেলও হতে পারে।

5️⃣ কেন নিয়ম মানা জরুরি?
দুর্ঘটনার ঝুঁকি কমায়।
আপনার ও অন্যের জীবন রক্ষা করে।
অযথা মামলা-মোকদ্দমা ও জরিমানা থেকে বাঁচায়।
একজন সচেতন নাগরিক হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad