Type Here to Get Search Results !

Subscribe Us

ডোমকলে ভেজাল মসলার কারখানায় পুলিশের হানা, বিপুল পরিমাণ মসলা উদ্ধার।

ডোমকলে ভেজাল মসলার কারখানায় পুলিশের হানা, বিপুল পরিমাণ মসলা উদ্ধার
ডোমকলে বড়সড় ভেজাল চক্রের রহস্য ফাঁস করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলিম বিশ্বাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের কারখানায় ভেজাল মসলা তৈরি করে বাজারে সরবরাহ করছিল।

গতকাল দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ওই কারখানায় হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভেজাল মসলা, কেমিক্যাল ও প্যাকেটজাত করার সরঞ্জাম। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এসব ভেজাল মসলা আশেপাশের গ্রাম ও শহরের বাজারে বিক্রি করা হতো।

এলাকায় ক্ষোভ ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয়দের দাবি, এমন অপরাধের জন্য দোষীর কঠোরতম শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সেলিম বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শিগগিরই গোটা চক্রের পেছনে আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad