খেমকা ১৯৯১ সালে আইএএস কেরিয়ার শুরু করেছিলেন। গত ৩৪ বছরের দীর্ঘ চাকরি জীবনে মোট ৬৬ বার ট্রান্সফার হয়েছেন তিনি—যা দেশের প্রশাসনিক দুনিয়ায় এক নজিরবিহীন ঘটনা হিসেবে ধরা হয়।
তাঁর সততা, স্বচ্ছতা ও কঠোর প্রশাসনিক ভূমিকার জন্য বহুবার প্রশংসিত হলেও রাজনৈতিক মহলের অস্বস্তি তৈরি হওয়ার কারণে বারবার তাঁকে বিভিন্ন দপ্তর থেকে সরানো হয়েছিল বলে জানা যায়।
অবশেষে দীর্ঘ অভিজ্ঞতা ও সংগ্রামী কর্মজীবনের ইতি টেনে খেমকা জানালেন অবসরের কথা। তাঁর এই সিদ্ধান্তে সহকর্মী থেকে সাধারণ মানুষ—অনেকে দুঃখ প্রকাশ করেছেন।
👉 অশোক খেমকার নাম ভারতের প্রশাসনিক ইতিহাসে চিরকাল আলোচিত থাকবে এক সাহসী ও নীতিবান অফিসার হিসেবে।