‘আমাদের দল রাজনৈতিক দল, ব্যান্ড পার্টি নয়’
শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য বলেন,
"আরে আমাদের পার্টি তো ব্যান্ড পার্টি নয়, রাজনৈতিক দল। হরিনাম সংকীর্তনের দলও নয়। পার্টি রাস্তায় আছে, পার্টি পার্টির মতো কাজ করছে।"
তিনি আরও জানান, বিজেপি শুধু রাজনৈতিক লড়াই করছে না, বরং বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সক্রিয় রয়েছে।
শুভেন্দুর ভূয়সী প্রশংসা
রাজ্য সভাপতি আরও বলেন,
"বিরোধী দলনেতাকে দেখছেন তো? প্রতিদিন তাঁর দৃশ্যমানতা রয়েছে। প্রতিদিন তিনি লড়াইয়ের ময়দানে আছেন।"
এভাবেই শমীক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করেন এবং দলের আন্দোলনকে শক্তিশালী বলেই তুলে ধরেন।
রাজনৈতিক বার্তা
রাজনৈতিক মহলের মতে, বিজেপি রাজ্য কমিটি গঠনের বিলম্ব নিয়ে যেসব প্রশ্ন উঠছিল, শমীক ভট্টাচার্যের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ভেতরে ভেতরে সংগঠনিক প্রস্তুতি চলছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বকে সামনে রেখেই দল বিধানসভা নির্বাচনে নামতে প্রস্তুত।
রাজ্য সভাপতির এই বার্তা গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস জাগিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিজেপি এবার ঐক্যবদ্ধ হয়েই লড়াইয়ের ময়দানে নামার সংকল্প করছে।