Type Here to Get Search Results !

Subscribe Us

সোহাগ চরিত্রে নতুন রূপে ফিরছেন অরুণিমা হালদার।

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা হালদার দীর্ঘ সাত মাসের বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরছেন। দর্শকরা তাঁকে এবার দেখতে পাবেন নতুন ধারাবাহিক ‘সোহাগে আদরে’-তে, যেখানে তিনি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্র ‘সোহাগ’-এর ভূমিকায়।

অভিনেত্রীর কথায়, সোহাগ একদিকে ভালোবাসায় ভরা মেয়ে, যিনি কাছের মানুষকে সর্বান্তকরণে আঁকড়ে ধরতে চান। অন্যদিকে তাঁর মধ্যে রয়েছে প্রতিবাদী সত্ত্বা, যে কোনও মূল্যে অন্যায়ের কাছে মাথা নোয়াতে নারাজ। পরিবারই তাঁর জীবনের অগ্রাধিকার, আর পরিবারের সুখেই নিজের আনন্দ খুঁজে নেবে এই চরিত্র।

অরুণিমা জানান, “শেষ ধারাবাহিক করার সময় অসুস্থ হয়ে পড়েছিলাম, জন্ডিসে ভুগতে হয়েছিল আমাকে। তাই চিকিৎসকের পরামর্শে সাত মাস কাজ থেকে দূরে ছিলাম। এর আগে কখনও এক মাসের বেশি বিরতি নিইনি। তবে এবার এই বিশ্রামটা প্রয়োজন ছিল।”

অভিনেত্রীর মতে, নতুন ধারাবাহিকের পাশাপাশি পুজোর আবহে তিনি উপহার দিচ্ছেন দর্শকদের জন্য একটি গান— ‘অষ্টমীতে তোমার পাড়া’। শুধু তাই নয়, ওয়েব সিরিজের দুনিয়াতেও তিনি সমানভাবে সক্রিয়। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘ব্যোমকেশ’ ও ‘পাপ’-এর মতো জনপ্রিয় সিরিজে।

অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একাধিক উল্লেখযোগ্য ছবি ও ধারাবাহিক। ‘বেলাশেষে’, ‘বেলাশুরু’, ‘মহিষাসুরমর্দ্দিনী’-তে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ‘আয় তবে সহচরী’, ‘মন দিতে চাই’, ‘কাজল নদীর জলে’-র মতো টিভি ধারাবাহিকেও তিনি সমান জনপ্রিয়।

সব মিলিয়ে নতুন ধারাবাহিক, নতুন চরিত্র এবং গান ও ওয়েব সিরিজ— এক নতুন উদ্যমে আবারও বিনোদন দুনিয়ায় ফিরছেন অরুণিমা হালদার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad