Type Here to Get Search Results !

Subscribe Us

লক্ষ্মীপুজোয় বাংলার লক্ষ্মীদের পাশে ঋতুপর্ণা সেনগুপ্ত।


টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও প্রমাণ করলেন তিনি শুধু অভিনয়ের জন্যই নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার কারণেও সমানভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ইন্ডাস্ট্রির দুঃসময়ে পাশে দাঁড়ানো হোক কিংবা নতুনদের উৎসাহ দেওয়া— প্রতিবারই তাঁর পাশে দাঁড়ানোর নজির রয়েছে। এবার তিনি এলেন এক বিশেষ রিয়ালিটি শোয়ের মঞ্চে, নারীদের অনুপ্রেরণা দিতে।

বিশেষ অতিথি হয়ে হাজির ঋতুপর্ণা
সান বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর সেপ্টেম্বর মান্থলি ফিনালে-তে বিশেষ অতিথি হয়ে যোগ দিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শো-এর সঞ্চালনায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। বাংলার অসংখ্য ঘরে ঘরে পৌঁছে যাওয়া এই শো ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখেছে, যার ধারাবাহিকতায় চলছে দ্বিতীয় সিজন।

শো-এ অংশগ্রহণকারী প্রতিটি নারীই তাঁদের জীবনের সংগ্রামের গল্প নিয়ে আসেন মঞ্চে। আর সেই গল্প শোনার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়াতেই হাজির হচ্ছেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা।

ঋতুপর্ণার অনুভূতি
শো নিয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা বলেন—
“এই শো-এ আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। এখানে যাঁরা অংশগ্রহণ করছেন তাঁদের জীবন কাহিনি অনুপ্রেরণার উৎস। বিনোদনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করছে এই অনুষ্ঠান। নারীশক্তির জয় মানেই একজন মহিলার পাশে আরেকজন মহিলার দাঁড়ানো। সেই শক্তিকেই আরও দৃঢ় করছে এই শো।”

তিনি আরও জানান, শোয়ের বিভিন্ন খেলার ধরন সহজ এবং মজাদার হওয়ায় প্রত্যেকেই এতে অংশ নিতে পারেন। সঞ্চালিকা সুদীপ্তা পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলছেন বলেও প্রশংসা করেন তিনি।

ফিনালেতে ভরপুর বিনোদন
সেপ্টেম্বরের মান্থলি ফিনালে-তে বিজয়িনী পাবেন ২ লক্ষ টাকা পুরস্কার। পাশাপাশি থাকছে প্রতিযোগীদের জীবনের গল্প, তাঁদের সংগ্রামের কাহিনি ও স্বপ্নপূরণের লড়াই। শুধু তাই নয়, দর্শকরা পাবেন ঋতুপর্ণার বিশেষ পারফরম্যান্সও। নিজের জনপ্রিয় বাংলা ছবির গান থেকে শুরু করে হিন্দি গানে নাচে মাতাবেন তিনি।

সম্প্রচার তারিখ
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২-এর এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে আগামী ৫ অক্টোবর, সন্ধ্যা ৬ টায়, সান বাংলার পর্দায়।

বাংলার নারীদের স্বপ্ন ও স্বনির্ভরতার যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিতে এই রিয়ালিটি শো ইতিমধ্যেই সবার প্রশংসা কুড়িয়েছে। আর এবার লক্ষ্মীপুজোর আবহে, লক্ষ্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহ দেবেন টলিউডের প্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad