Type Here to Get Search Results !

Subscribe Us

ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত, ১০ বছরের কারাদণ্ড।



KolkataPolice:
তারাতলা থানার কেস নং–১৮১, যা ২০১৬ সালের আগস্ট মাসে ঘটে যাওয়া এক ডাকাতির ঘটনার প্রেক্ষিতে নথিভুক্ত হয়েছিল, তার রায় ঘোষণা করলেন আদালত। মামলাটির তদন্তের দায়িত্ব পরবর্তীতে নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

এই মামলায় অভিযুক্ত দু’জন—
(১) নিয়াজ আখতার ওরফে সোনু
(২) মো. আসিফ ওরফে মো. সাহানওয়াজ ওরফে পাতা

তাদের দোষী সাব্যস্ত করেছেন সম্মানীয় অতিরিক্ত জেলা ও সেশনস বিচারক, এফটিসি–III, আলিপুর, দক্ষিণ ২৪ পরগণা।

রায় অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ৩৯২/৩৯৭ ধারায় উভয় অভিযুক্তকে ১০ বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ₹৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই নারায়ণ ঘোষ।

👉 দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে বিচার মিলল এই ডাকাতি মামলায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad