ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কোথায় ও কবে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। একই সঙ্গে ওই ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, অসুস্থ অবস্থায় দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন এক তরুণ। চারপাশে ভিড় জমে গিয়েছে। কেউ তাঁকে জল দিচ্ছেন, কেউ বাতাস করছেন। এক তরুণী কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকেন। অভিযোগ, তিনিই ওই তরুণের স্ত্রী। কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে পড়ে যান তরুণ। তাঁকে বাঁচানোর চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ বা ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই বলেছেন, ‘‘এই ধরনের প্রতারণার মানসিক আঘাত সহ্য করা খুবই কঠিন। এমন পরিস্থিতি যেকোনও মানুষকেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।’’
এক নেটাগরিক লিখেছেন— “এখন কেঁদে কী হবে? পরকীয়া করার সময় কি মনে ছিল না?”
👉 সামাজিক মাধ্যমে এখনো চলছে তর্ক-বিতর্ক ও নিন্দার ঝড়।