শারদীয়া উৎসবের প্রাক্কালে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে দুস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন আরিফ বিল্লা। সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি নেওয়া হয়েছে বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেবের নির্দেশে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে আরিফ বিল্লা নিজ উদ্যোগে গ্রামে গ্রামে ঘুরে শারদীয়া উপলক্ষে প্রয়োজনীয় বস্ত্র বিতরণ করেন। এদিন তিনি জানান, “আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিয়ে উৎসবকে আনন্দময় করা। বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেব সবসময়ই মানুষের পাশে থাকতে অনুপ্রেরণা দেন।”
শারদীয়া উৎসবকে সামনে রেখে এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। স্থানীয়রা জানান, এমন মানবিক পদক্ষেপে উৎসবের আনন্দ আরও বহুগুণে বেড়ে যায়।