পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। সোশ্যাল মিডিয়ায় গ্যাংস্টার গোল্ডি ব্রার ও কুলদীপ সিধু পোস্ট করে জানিয়েছেন, সাধারণ মানুষকে ভয় দেখাতেই এই হামলা চালানো হয়েছে।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ ঢাকা এক ব্যক্তি ক্যাফের বাইরে দাঁড়িয়ে টানা কয়েক রাউন্ড গুলি চালাচ্ছে। সূত্র অনুযায়ী, অন্তত ছয়টি গুলি ছোড়া হয়েছে। এর আগেও ৮ আগস্ট একই ক্যাফেতে প্রায় ২৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল।
এদিকে, সম্প্রতি কপিল শর্মার কাছে ১ কোটি টাকা চাঁদা চেয়ে হুমকি ফোন আসে। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম করে ফোনে বলা হয়েছিল, টাকা না দিলে বড়সড় ক্ষতি হবে। তদন্তে নেমে পুলিশ কলকাতা থেকে দিলীপ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।
🔸 ঘটনার সারসংক্ষেপ:
৪ মাসে ৩ বার হামলা কপিল শর্মার কানাডার ক্যাফেতে
দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং
গুলি চালানোর ভিডিও ভাইরাল
১ কোটি টাকার চাঁদার হুমকি, গ্রেফতার একজন
এই ঘটনায় কানাডা ও ভারতের পুলিশ উভয় দেশেই তদন্ত শুরু করেছে।