Type Here to Get Search Results !

Subscribe Us

৬০ কোটির প্রতারণা মামলায় বিপাকে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা! আদালতের কড়া নির্দেশ — “আগে টাকা মেটান, তারপর বিদেশে যান”


বলিউডের গ্ল্যামার জগতের জনপ্রিয় তারকা দম্পতি শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra) আবারও আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন। ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় এবার বম্বে হাই কোর্টের (Bombay High Court) তিরস্কারের মুখে পড়তে হলো এই দম্পতিকে।

সম্প্রতি আদালত তাঁদের উদ্দেশে সাফ জানিয়ে দিয়েছে — “আগে ৬০ কোটি টাকা পরিশোধ করুন, তারপর বিদেশে যেতে পারবেন।”
অর্থাৎ, আদালতের অনুমতি ছাড়া বিদেশ সফরের কোনো সুযোগ নেই এই তারকা দম্পতির সামনে।


🔍 মামলার পটভূমি

চলতি বছরের আগস্ট মাসে মুম্বইয়ের এক ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, বিনিয়োগের নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগ ফেরত দেওয়া হয়নি।

এরপর গত সেপ্টেম্বর মাসে মুম্বই পুলিশ এই মামলায় শিল্পা ও রাজের বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করে। যার ফলে আদালতের অনুমতি ছাড়া তাঁরা দেশের বাইরে যেতে পারেন না।



⚖️ আদালতের নির্দেশ

লুক-আউট নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ ও শিল্পা বম্বে হাই কোর্টে আবেদন করেছিলেন, যাতে তাঁরা বিদেশ ভ্রমণের অনুমতি পান। কিন্তু আদালত তাঁদের আবেদন নাকচ করে দিয়ে জানায় —

> “প্রথমে ৬০ কোটি টাকা পরিশোধ করুন, তারপর ইচ্ছে হলে লস অ্যাঞ্জেলস বা অন্য যেকোনও দেশে যেতে পারেন।”


দু’বার শুনানি হলেও আদালত নিজের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে বাধ্য হয়ে বিদেশ সফর বাতিল করতে হয় শিল্পা শেট্টিকে।

💬 শিল্পা-রাজ দম্পতির প্রতিক্রিয়া

এখনও পর্যন্ত এই মামলায় শিল্পা শেট্টি বা রাজ কুন্দ্রার তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আইনজীবীদের মাধ্যমে নতুন করে আবেদন করার চিন্তাভাবনা চলছে।

🎬 আগেও বিতর্কে ছিলেন রাজ কুন্দ্রা
এর আগে ২০২১ সালে পর্নোগ্রাফি কনটেন্ট মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। সেই সময়ও তাঁকে দীর্ঘদিন জেল হেফাজতে থাকতে হয়েছিল।
ফলে আবারও আর্থিক প্রতারণার মামলায় নাম জড়ানোয় বলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে।

📌 উপসংহার
বম্বে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী এখন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রাকে ৬০ কোটি টাকা মেটানোর পরই বিদেশ ভ্রমণের অনুমতি মিলবে। আইনি জটিলতা কাটিয়ে তাঁরা আদৌ বিদেশ যেতে পারবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad