সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায়, জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেবের নির্দেশে আজ অনুষ্ঠিত হল শুভ বিজয়া সম্মিলনীর প্রস্তুতি সভা।
এই সভাটি জলঙ্গী ব্লকের উত্তর ও দক্ষিণ জোনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
🔹 জলঙ্গী বিধানসভার মাননীয় বিধায়ক আব্দুর রাজ্জাক মহাশয়
🔹 জলঙ্গী ব্লক দক্ষিণ জোন সভাপতি আরিফ বিল্লা
🔹 জলঙ্গী ব্লক উত্তর জোন সভাপতি বিজন কুমার মণ্ডল
🔹 জলঙ্গী ব্লক উত্তর ও দক্ষিণ INTTUC ব্লক সভাপতি
🔹 জলঙ্গী ব্লক উত্তর দক্ষিণ সংখ্যা লঘু সেল সভাপতি
🔹 জলঙ্গী ব্লক উত্তর যুব সভাপতি
🔹 জেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিলুয়া
🔹 মহিলা ও শাখা সভাপতিবৃন্দ এবং ব্লক নেতৃত্ববৃন্দ
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য স্থানীয় বাসিন্দা।
বিজয়া পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক আনন্দময় মিলনমেলায়, যেখানে দলের ঐক্য ও সৌহার্দ্যের উষ্ণ বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।
📍স্থান: জলঙ্গী ব্লক, মুর্শিদাবাদ
📅 আয়োজনে: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, জলঙ্গী বিধানসভা