আজ নাগরাকাটায় চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন সাংসদ খগেন মুর্মু। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই রাজ্যে আইনের শাসন কার্যত শেষ, চলছে দুষ্কৃতীদের শাসন। তারা দাবি করেছে, প্রশাসন নিরব দর্শকের ভূমিকায়।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, “গতকাল উত্তরবঙ্গে এতবড় ক্ষয়ক্ষতির পরও মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন, আর আজ তাঁর দলের দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে।”
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে তল্লাশি অভিযান।