উত্তরপ্রদেশের এক গ্রামে ঘটেছে এক অদ্ভুত প্রেমকাহিনি, যা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। ভালোবাসা যে সত্যিই কোনো বয়স, ধর্ম বা সমাজের বাঁধন মানে না — এই ঘটনা যেন তারই প্রমাণ। এখানে ১৮ বছরের এক তরুণী শ্যালিকা বিয়ে করেছেন তারই ৫৫ বছরের ভগ্নিপতিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণীর দিদি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সেই সময় প্রায়ই দিদির বাড়িতে রান্না করতে যেতেন শ্যালিকা। নিয়মিত দেখা-সাক্ষাতের মধ্যেই ভগ্নিপতির সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। ধীরে ধীরে সেই আলাপ প্রেমে রূপ নেয়।
পরিবার ও সমাজের বাধা উপেক্ষা করে দু’জনেই বিয়ের সিদ্ধান্ত নেন। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, গোলাপি শাড়ি পরিহিত নববধূ হাসিমুখে বলছেন, “আমরা দেরি না করে বিয়ে করে ফেলেছি।” পাশে দাঁড়িয়ে থাকা ৫৫ বছরের স্বামীকে তিনি ‘খুব স্মার্ট’ বলেও উল্লেখ করেন।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বিস্ময় প্রকাশ করেছেন এত বয়সের ব্যবধান নিয়েই, কেউ আবার রসিকতা করে লিখেছেন, “দিদির রান্না করতে গিয়ে দুলাভাইকেই ফুঁকে দিলেন!” অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, “ভালোবাসা সত্যিই অন্ধ।”
তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন—এই সম্পর্কের পর বড় বোনের বর্তমান অবস্থা কী? যদিও দম্পতি সেই বিষয়ে মুখ খোলেননি।
ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভালোবাসা, বিতর্ক, রসিকতা—সবকিছু মিলিয়ে এই অপ্রচলিত জুটিকে নিয়ে সরগরম নেটদুনিয়া।