Type Here to Get Search Results !

Subscribe Us

মুম্বই ট্র্যাফিকে আটকে অজি পর্যটক, উবার ড্রাইভারের মানবিকতা ভাইরাল — ‘খাবার আর কোমল পানীয় এনে দিলেন!’



মুম্বইয়ের রাস্তায় তীব্র যানজটের মাঝে ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা। অস্ট্রেলিয়ান মহিলা ব্রি স্টিল (Bree Steele) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তাঁর এক উবার ড্রাইভারের দয়ালু ব্যবহারের গল্প শেয়ার করে।

চঠ পূজার (Chhath Puja) উৎসব চলার সময় মুম্বইয়ের রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ট্র্যাফিকে আটকে পড়েছিলেন ব্রি। সাধারণত ১৫ মিনিটের পথ, কিন্তু সেই দিন তা পেরোতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। সেই সময় উবার চালক নিজেই গাড়ি থামিয়ে ব্রির জন্য নিয়ে আসেন কাবাব, কোমল পানীয় ও জল — বিনামূল্যে!
ব্রি তাঁর ইনস্টাগ্রাম ভিডিওতে লিখেছেন,

“উবার ড্রাইভাররা, বিশেষ করে মুম্বইয়ের, সত্যিই আইকনিক! চঠ পূজার জন্য ট্র্যাফিকে দু’ঘণ্টা আটকে ছিলাম। আমার উবার ড্রাইভার এতটা দয়ালু ছিলেন — তিনি নিজেই গিয়ে জল, কাবাব আর সফট ড্রিংক এনে দিলেন!”

তিনি আরও জানান, ড্রাইভার কোনও অতিরিক্ত টাকার দাবি করেননি, বরং নিশ্চিত করেছিলেন যে ব্রি নিরাপদে গন্তব্যে পৌঁছান।

ভিডিওর ক্যাপশনে ব্রি লিখেছেন, “মুম্বইতে এমন অনেক উবার ড্রাইভার পেয়েছি যারা সবসময় সাহায্য করতে এগিয়ে আসেন। কেউ বন্যার জল পেরিয়ে সময়মতো এয়ারপোর্টে পৌঁছে দিয়েছেন, কেউ আবার আমার পড়ে যাওয়া জুতো তুলতে থেমেছেন — আর এখন এই মানুষটি!”

ব্রি-র এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়, ভারতীয় নেটিজেনরা উবার ড্রাইভারের এই আচরণের প্রশংসায় পঞ্চমুখ।

একজন মন্তব্য করেন,

“পরের বলিউড সিনেমার নাম হতে পারে ‘উবার নে বনাদি জোড়ি’।”
আরেকজন লিখেছেন,
 “আমরা ভারতীয়রা অতিথিকে ঈশ্বরের মতো সম্মান করি। এই আতিথেয়তা গোটা ভারত জুড়েই পাওয়া যাবে।”


🇮🇳✨ মানবিকতার এমন উদাহরণই প্রমাণ করে— ট্র্যাফিকের শহর মুম্বইতেও হৃদয়ের উষ্ণতা কখনও হারিয়ে যায় না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad