জলঙ্গী বিধানসভা কেন্দ্রের চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া দিশানী খাতুন-এর উদ্যোগে আয়োজিত "বাংলার ভোট রক্ষা শিবির"-এ আজ চতুর্থ দিনের কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে।
আজকের দিনে শিবিরে উপস্থিত থেকে বহু সাধারণ মানুষের ভোট সংক্রান্ত ফর্ম পূরণ করা হয়। এলাকার সাধারণ মানুষ শিবিরে এসে নিজেদের ভোটারের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে ফর্ম পূরণ করেন।
প্রধান দিশানী খাতুন জানান,
“আমাদের লক্ষ্য — এলাকার প্রত্যেক নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কেউ বাদ না পড়েন। প্রশাসনিকভাবে ও সচেতনতার মাধ্যমে আমরা মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করছি।”
এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিনভর শিবিরে ভিড় লক্ষ্য করা যায় সাধারণ মানুষের।
এই উদ্যোগকে ঘিরে চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।