দুই ঘণ্টার বৈঠকেও মিলল না কোনও সমাধান
সূত্র জানাচ্ছে— আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হলেও দুই অভিনেতার মধ্যে দূরত্ব আরও প্রকট হয়েছে। প্রায় দুই ঘণ্টার বৈঠকের মাঝপথেই নাকি হঠাৎ বেরিয়ে যান জীতু কমল। তাঁর এই আচরণের পর সবারই প্রশ্ন—
তাহলে কি এই ধারাবাহিক বন্ধের মুখে?
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। জীতুও নীরব থাকতেই পছন্দ করেছেন। তবে টিমের ভেতরকার পরিস্থিতি মোটেই স্থিতিশীল নয় বলে শিল্পী মহলে কানাঘুষো।
সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া বয়কট দাবিতে ঝড়
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগসহ দিতিপ্রিয়াকে বয়কটের দাবি তুলছেন কিছু দর্শক। জীতুর সাম্প্রতিক পোস্টে শুটিং ফ্লোরে তাঁর সঙ্গে অসহযোগিতার অভিযোগ করলে তা আরও উত্তপ্ত করে তোলে বিতর্ককে।
দ্বন্দ্বের মূল কোথায়? উঠে আসছে একাধিক অভিযোগ
ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে—
অসুস্থতা কাটিয়ে জীতু হাসপাতালে থেকে ফিরেই শুটিংয়ে ফেরেন। কিন্তু তাঁর দ্রুত রিজিউম করা নিয়ে নাকি সেটের কেউ বিশেষ গুরুত্ব দেখাননি।
জীতুর দাবি, তিনি প্রতিদিন সেটে সময়মতো পৌঁছন। কিন্তু দিতিপ্রিয়া নাকি নিয়মিত দেরি করেন, যার ফলে শুটিং বারবার বিলম্বিত হয়।
সবচেয়ে চাঞ্চল্যের অভিযোগ— ঘনিষ্ঠ দৃশ্যে জীতুর সঙ্গে অভিনয় করতে নাকি আপত্তি জানান দিতিপ্রিয়া।
কয়েকদিন আগেই এই পরিস্থিতিতে অসন্তুষ্ট হয়ে শুটিং ফ্লোর থেকেই বেরিয়ে যান জীতু এবং পরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন।
এই পোস্ট সামনে আসতেই দিতিপ্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বহু নেটিজেন। যদিও দিতিপ্রিয়া এই বিষয়ে মুখ খোলেননি।
ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন
শিল্পী–কর্মীদের মধ্যে অস্থিরতা বাড়ছে। শোনা যাচ্ছে, পরিস্থিতি না সামলালে ধারাবাহিকের গল্প এগোনোই কঠিন হয়ে পড়বে।
চলমান বিরোধ এভাবেই চলতে থাকলে শুটিং আটকে যেতে পারে— এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রযোজনা সংস্থার পরবর্তী সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে—
জীতু–দিতিপ্রিয়ার এই জনপ্রিয় সিরিয়াল স্বাভাবিকভাবে চলবে, নাকি বড় পরিবর্তন আসছে?