Type Here to Get Search Results !

Subscribe Us

‘এত খরচ করে বিয়ে, তার পর বিচ্ছেদ হলে!’ প্রশ্নে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন?


‘এত খরচ করে বিয়ে, তার পর বিচ্ছেদ হলে!’ প্রশ্নে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন?

বলিউডের জনপ্রিয় জুটি ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে ঘিরে সম্পর্কের নানা জল্পনা প্রায়ই শোনা যায়। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও দূরত্বের খবর—তবে দু’জনেই বারবার সেই সব গুজব উড়িয়ে দিয়েছেন। তা সত্ত্বেও, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার ঝড় থামেনি।

তবে এক পুরনো সাক্ষাৎকারে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে নিজস্ব মতামত স্পষ্টভাবে জানিয়েছিলেন ঐশ্বর্যা। ঘটনাটি ২০০৯ সালের, যখন তিনি ও অভিষেক একসঙ্গে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত টক শো সঞ্চালিকা অপরা উইনফ্রের অনুষ্ঠানে। তাঁদের বিয়ের দুই বছর পরেই ছিল সেই অনুষ্ঠান।

সেদিন অনুষ্ঠানে অপরা তাঁদের বিয়ের কিছু ঝলক দর্শকদের সামনে তুলে ধরেন। ঐশ্বর্যা-অভিষেকের রাজকীয় বিয়ের দৃশ্য দেখে অবাক হন সঞ্চালিকা নিজেও। তিনি মজা করে প্রশ্ন করেন,
“এত জাঁকজমক করে বিয়ে করার পরে যদি বিচ্ছেদ হয়, তবে সেটা দম্পতির জন্য নিশ্চয়ই খুব কষ্টকর হয়ে ওঠে?”

অপরার সেই প্রশ্ন শুনেই প্রায় দৃঢ় গলায় জবাব দেন ঐশ্বর্যা রাই বচ্চন। অভিনেত্রীর উত্তর ছিল—
“আমরা এমন চিন্তা মাথাতেই আসতে দিই না। আমাদের কাছে বিয়ে মানে সারাজীবনের প্রতিশ্রুতি। পরিবারের সঙ্গে থাকা, তাদের ভালোবাসা পাওয়াতেই রয়েছে জীবনের প্রকৃত আনন্দ।”

এই বক্তব্যেই স্পষ্ট, ঐশ্বর্যা নিজের সংসার ও পরিবারের প্রতি কতটা নিবেদিত।

উল্লেখ্য, ১ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন। কিন্তু এবারে বিশেষ দিনে বচ্চন পরিবারের তরফে—অমিতাভ বা অভিষেক—এখনও পর্যন্ত কোনও প্রকাশ্য শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি। ফলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, তবে বিষয়টি নিয়ে কেউই এখনও মুখ খোলেননি।


সংক্ষিপ্ত সারাংশ:
ঐশ্বর্যা রাই বচ্চন পুরনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়েতে বিচ্ছেদের চিন্তা আসাই উচিত নয়—কারণ বিয়ে মানেই আজীবনের প্রতিশ্রুতি। যদিও সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা থামেনি, তবুও ঐশ্বর্যা এখনো নিজের বক্তব্যে অটল—পরিবারই তাঁর সবচেয়ে বড় শক্তি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad