নদিয়ার তেহট্টের বেতাই বাজারে চপের দোকানের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা দোকানে হানা দিয়ে হাতেনাতে এক তরুণ ও তরুণীকে আটক করেন বলে জানা গেছে।
অভিযোগ, ঘণ্টাচুক্তিতে ওই দোকান ভাড়া দিয়ে সেখানে অসামাজিক কার্যকলাপ চলত। দোকানের ভেতরে বিশেষ কেবিনেরও ব্যবস্থা ছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পুলিশ পৌঁছনোর আগেই উত্তেজিত জনতা দোকানে ভাঙচুরও চালায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চপ বিক্রির অজুহাতে চলত এই বেআইনি ব্যবসা। একাধিকবার সতর্ক করা হলেও দোকানমালিক কোন সতর্কবার্তাই মানেননি। বাজার এলাকার বিপরীতে দুটি বিদ্যালয় ও একটি মন্দির থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকার ব্যবসায়ী স্বপন ঘোষ, শুভঙ্কর ঘোষ, পিন্টু ঘোষ ও অরিত্র মন্ডলরা জানান,
“স্কুল-কলেজের সামনে এই ধরনের ঘৃণ্য কাজ বরদাস্ত করা যায় না। প্রশাসন যেন কড়া ব্যবস্থা নেয়।”
বাজার কমিটির সম্পাদক পার্থ বিশ্বাস জানান,
“এর আগেও দোকানমালিককে সতর্ক করা হয়েছিল। তবুও তিনি থামেননি। আমরা থানায় লিখিত অভিযোগ করছি।”
ইতিমধ্যে পুলিশ তিনজনকে উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।