বিদায়ী অনুষ্ঠানে কী বললেন বিচারপতি?
শুক্রবার বিকেলে হাই কোর্ট সংলগ্ন টাউন হলে বিচারবিভাগীয় দপ্তরের তরফে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিচারপতিদের পাশাপাশি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভূঁইয়া, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-সহ বহু বিশিষ্টজন।
এই সংবর্ধনা সভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উল্লেখযোগ্য মন্তব্য করেন বিচারপতি শিবজ্ঞানম। তিনি বলেন—
👉 “মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচারবিভাগকে খালি হাতে ফেরাননি। তিনি সর্বদা বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দিয়েছেন।”
বদলির প্রসঙ্গে অভিমান
তবে বক্তব্যের মাঝেই নিজের বদলির প্রসঙ্গ তুলে খানিকটা অভিমান প্রকাশ করেন তিনি। বিচারপতি বলেন—
👉 “কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল, আজও জানি না। মনে হয়, বিচারপতি মাদুরেশ প্রসাদও একই প্রশ্ন করতে পারেন। সম্প্রতি এক বিচারপতি আমায় জিজ্ঞাসা করেছিলেন, তাঁকে কেন বদলি করা হয়েছে? আমি বলেছিলাম, আমার অবসর নিতে আর দশ দিন বাকি, আমিও তো জানলাম না!”
কোনও ক্ষোভ নয়, বরং কৃতজ্ঞতা
অভিমানের সুর থাকা সত্ত্বেও বিচারপতি শিবজ্ঞানম স্পষ্ট জানান, এ নিয়ে তাঁর কোনও ক্ষোভ নেই। তিনি বলেন—
👉 “যে কলেজিয়াম আমাদের বিচারপতি পদে বসায়, তারাই আমাদের বদলি করে। তাই এ নিয়ে অসন্তোষ নেই। বরং কলকাতায় এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”
সার্বিক মূল্যায়ন
বিদায়ী প্রধান বিচারপতির এই বক্তব্য রাজনৈতিক মহলেও কৌতূহল সৃষ্টি করেছে। বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর প্রকাশ্য প্রশংসা আগামী দিনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।