কেরল পুলিশের বিশেষ অভিযানে গাঁজা পাচারচক্র ভেঙে পড়ল। বিলাসবহুল টাটা হ্যারিয়ার গাড়িতে করে ৮ কেজি গাঁজা নিয়ে আসার সময় গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের দুই যুবক। ধৃতদের নাম মনিরুল মণ্ডল (২৭) ও সোনজুর মণ্ডল (২৫), দু’জনেই মধুবোন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে পেরুম্ভাভুর এএসপি হার্দিক মিনা (IPS)-র নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল ও কোডানাড থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কুভাপ্পাডি পাপ্পানপাডি এলাকায় তাদের পাকড়াও করে। গাড়ির পশ্চিমবঙ্গ নম্বরপ্লেট খুলে কেরল নম্বরপ্লেট বসিয়ে পাচারের চেষ্টা চলছিল।
কিভাবে চলত পাচারচক্র
অভিযুক্তরা ওড়িশা থেকে প্রতি কেজি গাঁজা প্রায় ২ হাজার টাকায় কিনে আনত।
কেরলে এসে সেটি ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করত।
গাঁজা বিক্রির পরপরই সেদিন রাতে তারা রাজ্যে ফিরে যেত।
আগেও ধরা পড়েছে একই দল
গত সপ্তাহেই এই বিশেষ দল একই পাচারচক্রের কাছ থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছিল। সেই ঘটনায় মুর্শিদাবাদের তিন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছিল।
তদন্তকারি দল
অভিযানে অংশ নিয়েছিলেন এএসপি হার্দিক মিনা ছাড়াও ইনস্পেক্টর জি.পি. মনুরাজ, এসআই আজি পি. নায়ার, এএসআই পি.এ. আব্দুল মনাফ, সুনীলকুমার, সিনিয়র সিপিও ভার্গিস টি. ভেনাট, টি.এ. আফসাল, বেনি আইজাক, এম.আর. রঞ্জিত, এ.বি. মাতিউ, নিতিন, নিসামুদ্দিন, অরুণ প্রমুখ।
👉 পুলিশ জানিয়েছে, গাঁজা পাচারের পেছনে কারা মূলচক্রী, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।