পুলিশ সূত্রে জানা যায়, শেখরের অভিযোগে সরাসরি নাম উঠেছে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠান আয়োজক শ্যামকানু মহান্তের। দু’জনকেই ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ব্যান্ডের আরও এক সদস্য অমৃতপ্রভ মহান্ত গ্রেফতার হয়েছেন। চারজনকেই ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে।
শেখরের আরও দাবি, জুবিনের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ হিসেবে দেখানোর চেষ্টা চলছে, যা আসলে এক বৃহৎ ষড়যন্ত্রের অংশ।
অন্যদিকে, জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া জানিয়েছেন, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তিনি জুবিনের ময়নাতদন্তের রিপোর্ট ফেরত দিয়েছেন তদন্তকারী আধিকারিককে, জানিয়ে যে এটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়। গরিমার বক্তব্য, “আইনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। যদি কেউ সত্যিই দোষী হন, তাহলে তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।”
তদন্তকারীরা জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সিঙ্গাপুরে জুবিনের অবস্থানকালীন সমস্ত তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে।