দীর্ঘ এক যুগ ধরে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা, আর আজ তিনি নিজেই হয়ে উঠেছেন বলিউডের সবচেয়ে প্রভাবশালী ও উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ম্যানেজারদের একজন।
সূত্রের খবর অনুযায়ী, পূজা দাদলানির বার্ষিক আয় ৯ কোটিরও বেশি, যা তাঁকে ভারতের সবচেয়ে দামি সেলিব্রিটি ম্যানেজার করে তুলেছে। এমনকি অনুমান করা হচ্ছে, ২০২৫ সালে তাঁর পারিশ্রমিক ১০ কোটির সীমা ছাড়িয়ে যাবে।
২০১২ সাল থেকে শাহরুখ খানের ক্যারিয়ারের প্রতিটি দিক সামলাচ্ছেন পূজা — সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা, প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট, এমনকি তাঁর আইপিএল টিম Kolkata Knight Riders-এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাঁর সরাসরি ভূমিকা রয়েছে।
শুধু পেশাগত সম্পর্ক নয়, পূজা এখন খান পরিবারের একজন বিশ্বাসভাজন সদস্য। শাহরুখ, গৌরী, আরিয়ান, সুহানা কিংবা আব্রাম — সবারই বিশেষ মুহূর্তে পাশে থাকেন তিনি। গৌরী খানেরও পূজার প্রতি আস্থা অটুট।
SRK Fan Club-এর এক পোস্টে দাবি করা হয়েছে, শাহরুখের সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের পেছনে পূজার কৌশলগত পরিকল্পনাই ছিল অন্যতম কারণ। তাঁর দক্ষতা, সময়নিষ্ঠা ও কর্পোরেট বুদ্ধিমত্তা শাহরুখকে আজ বিশ্বের ধনীতম অভিনেতাদের তালিকায় শীর্ষে রাখতে সাহায্য করেছে।
বর্তমানে পূজা বলিউডের কর্পোরেট দুনিয়ায় এক উজ্জ্বল নাম — যিনি শুধু একজন ম্যানেজার নন, বরং ‘কিং খানের ছায়াসঙ্গী’।