৩৬ বোঝা কাপড়, সামান্য কই বস্তা মুড়ি, চিনি, গুড় আর শিশুদের জন্য দুধ নিয়ে যাত্রা করেন এই দলটি। পথে পথে তাঁরা দেখেছেন কত অসহায় মানুষ— পিতৃহীন, মাতৃহীন শিশুদের চোখের জলে ভরা মুখ। সেই দৃশ্য দেখে তাঁদের চোখেও জল এসে গিয়েছে, তবুও কাজ থামেনি।
ভোরের আলো ফুটতেই তাঁরা মাঠে নেমে পড়েন — কারও দাহসংশ্কারের কাজ, কারও শেষযাত্রার সম্মান রক্ষা, আবার কোথাও অসহায় মায়েদের পাশে দাঁড়ানো। মানবতার এই সংগ্রামে তাঁদের পাশে ছিলেন দলের শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা, যাঁরা পেছন থেকে নানাভাবে সাহায্য করেছেন।
‘মুক্তধারা’ দলের সদস্যাদের বক্তব্য —
> “আমরা মায়ের নামে, জয় মা ভবানি বলে বেরিয়ে পড়েছিলাম জল-জঙ্গল পেরিয়ে মানুষের পাশে দাঁড়াতে। যত কষ্টই হোক, এই কাজই আমাদের শান্তি দেয়।”
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আরও বেশি অসহায় মানুষকে সাহায্য করা সম্ভব হবে।
📞 যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন টিমের সঙ্গে
🙏 ধন্যবাদ জানানো হয়েছে সকল দিদি, দাদা, ভাই ও বোনদের, যারা নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন।
‘মুক্তধারা’ দলের লক্ষ্য — “মানবতাই আমাদের ধর্ম।”