Type Here to Get Search Results !

Subscribe Us

জল-জঙ্গল পেরিয়ে মানবসেবায় ময়দানে ‘মুক্তধারা’ নারী দল!


অদম্য সাহস আর মানবতার অঙ্গীকার নিয়ে দিনরাত পরিশ্রম করে চলেছেন ‘মুক্তধারা DEAD BODIES CRIMINATION WOMEN’S TEAM’-এর সদস্যারা। গতকাল সারাদিনের ক্লান্তি, পাহাড়-জঙ্গল-নদী পেরিয়ে তাঁরা পৌঁছে গেলেন তাঁদের ফিল্ড ওয়ার্কের গন্তব্যে।

৩৬ বোঝা কাপড়, সামান্য কই বস্তা মুড়ি, চিনি, গুড় আর শিশুদের জন্য দুধ নিয়ে যাত্রা করেন এই দলটি। পথে পথে তাঁরা দেখেছেন কত অসহায় মানুষ— পিতৃহীন, মাতৃহীন শিশুদের চোখের জলে ভরা মুখ। সেই দৃশ্য দেখে তাঁদের চোখেও জল এসে গিয়েছে, তবুও কাজ থামেনি।
ভোরের আলো ফুটতেই তাঁরা মাঠে নেমে পড়েন — কারও দাহসংশ্কারের কাজ, কারও শেষযাত্রার সম্মান রক্ষা, আবার কোথাও অসহায় মায়েদের পাশে দাঁড়ানো। মানবতার এই সংগ্রামে তাঁদের পাশে ছিলেন দলের শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা, যাঁরা পেছন থেকে নানাভাবে সাহায্য করেছেন।

‘মুক্তধারা’ দলের সদস্যাদের বক্তব্য —

> “আমরা মায়ের নামে, জয় মা ভবানি বলে বেরিয়ে পড়েছিলাম জল-জঙ্গল পেরিয়ে মানুষের পাশে দাঁড়াতে। যত কষ্টই হোক, এই কাজই আমাদের শান্তি দেয়।”


দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আরও বেশি অসহায় মানুষকে সাহায্য করা সম্ভব হবে।

📞 যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন টিমের সঙ্গে

🙏 ধন্যবাদ জানানো হয়েছে সকল দিদি, দাদা, ভাই ও বোনদের, যারা নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন।
‘মুক্তধারা’ দলের লক্ষ্য — “মানবতাই আমাদের ধর্ম।”
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad