ইটালিতে ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের নাগপুরের এক ব্যবসায়ী দম্পতি। বিদেশভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে।
প্রয়াত দম্পতির নাম জাভেদ আখতার (৫৫) এবং তাঁর স্ত্রী গুলশন আখতার (৪৭)। জানা গিয়েছে, তাঁরা নাগপুরের একটি হোটেলের মালিক ছিলেন।
ঘটনা ঘটেছে যখন তাঁরা পরিবার-সহ এক মিনিবাসে করে সাইটসিইংয়ে বেরিয়েছিলেন। হঠাৎই একটি ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর সেই ভ্যান মিনিবাসে আঘাত হানে, তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতি ও মিনিবাস চালকের।
দম্পতির বড় মেয়ে আরজু আখতার (২১) গুরুতর আহত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁদের আরও দুই সন্তান, শিফা আখতার ও জাজেল আখতার, আহত হলেও তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ইটালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং আহতদের দ্রুত দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
প্রয়াত দম্পতির মৃত্যুতে নাগপুরে নেমেছে শোকের ছায়া। স্থানীয় ব্যবসায়ী মহল তাঁদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে।