আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবতা গ্রামে। মৃতের নাম সেলিম শেখ (১৯), পিতা নাসির শেখ। জানা গিয়েছে, সেলিম গত ৬ মাস আগে কেরালায় কাজের সন্ধানে গিয়েছিল। প্রতিদিনের মতোই সে নিয়মিত বাড়িতে ফোনে যোগাযোগ রাখত।
পরিবারের সদস্যদের কথায়, গতকাল সন্ধ্যাতেও ফোনে কথা হয়েছিল সেলিমের সঙ্গে। পরিবারের কেউই বুঝতে পারেননি এমন কোনো অশান্তি বা মানসিক চাপে সে ছিল। কিন্তু হঠাৎই আজ সকালে খবর আসে সেলিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। কেরালার স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সেলিমের অকাল মৃত্যুতে ভাবতা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামবাসীরা জানিয়েছেন, পরিশ্রমী ও হাসিখুশি স্বভাবের ছেলে ছিল সেলিম। হঠাৎ তার এমন মৃত্যুর খবরে সকলেই হতবাক।
পরিবারের দাবি, “কোনো আর্থিক সমস্যা বা মানসিক চাপে ছিল না। গতকালও হাসিখুশি গলায় কথা বলেছিল। আজ সকালে ফোনে শুনছি ও আর নেই—বিশ্বাসই হচ্ছে না।”
এ ঘটনায় ইতিমধ্যেই বেলডাঙ্গা থানা ও কেরালা পুলিশের মধ্যে যোগাযোগ চলছে। মৃতদেহ দ্রুত বাড়িতে আনার উদ্যোগও নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
📍 ঘটনাস্থল: কেরালা
🏠 বাড়ি: ভাবতা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ
👦 মৃত: সেলিম শেখ (১৯)
👨👩👦 পিতা: নাসির শেখ
🕯️ অভিযোগ বা আশঙ্কা: আত্মহত্যা (কারণ এখনও অজানা)